মজার কবিতা | Funny Poetry

 কবিতার নাম

শালা আমিতো অবাক

______ ______ _____ _____

নিশিরাতে জেগে দেখি,

গাছের ডালে কাক,

শালা আমিতো অবাক!!


চোর ঢুকেছে ঘরের

ভেতর,

দরজা ছিলো ফাঁক?

শালা আমিতো অবাক!


মোবাইল

নিলো,টিভি নিলো,

রিমোট না হয় থাক?

শালা আমিতো অবাক!!


পাচ্ছে যা তা নিচ্ছে ভরে, দুই

হাতেরই

মুঠোয়

করে,

চোরটা তো নির্বাক,

শালা আমিতো অবাক!!


সব মালামাল

বস্তা ভরে,

চোর

পালালো চুরি করে,

যাক না চলে যাক,

শালা আমিতো অবাক!!


মধ্যরাতে অন্ধকারে,

কুত্তা ডাকে জোরে জোরে,

শিয়ালরা

দেয়

হাক?

শালা আমিতো অবাক!!


ভয়ে শরীর

শিউরে ওঠে,

না জানি আজ

কি যে ঘটে?

আবার ডাকে কাক?

শালা আমিতো অবাক!


হয়নি রাতে তেমন

কিছু,

কোন ভূতই

নেয়নি পিছু,

বেঁচে গেছি যাক......

শালা আমিতো অবাক!


সকালে দেখি পুরো পাড়া, মারছে

সবাই

বেরেআমি মারছে তারা,

চোরটা নাকি পড়ছে ধরা, চোরের

মাথায়

টাক,

শালা এবারতো আমি পুরাই অবাক...!!

Next Post
No Comment
Add Comment
comment url