জীববিজ্ঞান কুইজ প্রশ্ন ও উত্তর || Biology most important question and answer HSC 2022 - 2023
১.প্রশ্ন: রাইজয়েড আসে কোন উদ্ভিদের?
উত্তর: মস
২.প্রশ্ন: পানিতে কিসমিস রাখলে তা ফুলে যায় কোন প্রক্রিয়ায়?
উত্তর: অভিস্রবন
৩.প্রশ্ন: মুক্ত শক্তির বাহক কোনটি?
উত্তর: ATP
৪.প্রশ্ন: সালোকসংশ্লেষণ হয় পাতার কোথায়?
উত্তর: মেসোফিল টিস্যুতে
৫.প্রশ্ন: মূলহীন উদ্ভিদকে কি বলে?
উত্তর: ঝাঁঝি
৬.প্রশ্ন: ভার্ণালাইজেশনের মাধ্যমে ফুল ফোটে-
উত্তর: অল্প সময়ে
৭.প্রশ্ন: সবচেয়ে বড় মুকুল হল-
উত্তর: বাঁধাকপি
৮.প্রশ্ন: অ্যামিবা কোন পর্বের প্রাণী?
উত্তর: প্রোটোজোয়া
৯.প্রশ্ন: দ্বিপদ নামকরণের প্রবর্তন করেন কে?
উত্তর: ক্যারোলাস লিনিয়াস
১০.প্রশ্ন: পেশি কলা কয় ধরণের?
উত্তর: ৫
১১.প্রশ্ন: সর্বজনীন রক্ত গ্রহিতা কোন গ্রুপ?
উত্তর: AB
১২.প্রশ্ন: খারাপ কোলেস্টেরল বলা হয় কোনটিকে?
উত্তর: HDL
১৩.প্রশ্ন: স্নায়ুতন্ত্র প্রধাণত কয় প্রকার?
উত্তর: ২ প্রকার ।
১৪প্রশ্ন: শ্বেত রক্তকণিতাকে কী বলা হয়?
উত্তর: রক্তের প্রহরী
১৫.প্রশ্ন: পাতার যে কোষে সালোকসংশ্লেষণ ঘটে
উত্তর: প্যারেনকাইমা
১৬.প্রশ্ন: অক্সিজেনর অনুপস্থিতি থাকে কোন শ্বসনে?
উত্তর: অবাত শ্বসনে।
১৭.প্রশ্ন: শস্যের ১ম কোষটি কি?
উত্তর: ত্রিপ্লয়েড
১৮.প্রশ্ন: অন্ধকারের অঙ্কুরিত হয় কোন ফুল?
উত্তর: গাঁদাফুল
১৯.প্রশ্ন: দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কি?
উত্তর: Copyehus Soularis
২০.প্রশ্ন: কচিপাতার রং হালকা হয়ে যায় কিসের অভাবে?
উত্তর: Fc
২১.প্রশ্ন: প্রাণীদেহে টিস্যু কত প্রকার?
উত্তর: ৪
২২.প্রশ্ন: রক্তে রক্তকণিকা কতভাগ?
উত্তর: ৪৫%
২৩.প্রশ্ন: লোহিত কনিকার আয়ুকাল কত দিন?
উত্তর: ১২০
২৪.প্রশ্ন: নাড়ীর স্বাভাবিক স্পন্দন?
উত্তর: 72/m
২৫.প্রশ্ন: লিপিড কোথায় দ্রবণীয়?
উত্তর: পানিতে
২৬.প্রশ্ন: মানব দেহের সবচেয়ে প্রয়োজনীয় খনিজ পদার্থ কোনটি?
উত্তর: সোডিয়াম
২৭.প্রশ্ন: দাঁতের ক্ষয় রোধ করে–
উত্তর: ক্লোরাইড
২৮.প্রশ্ন: কতসালে পোলিও টিকা আবিষ্কার করা হয়?
উত্তর: ১৯১৩
২৯.প্রশ্ন: নগ্নবীজ উদ্ভিদকে বলা হয়–
উত্তর: আদি উদ্ভিদ
৩০.প্রশ্ন: জীবের বৈজ্ঞানিক নামের ভাষা কি?
উত্তর: ল্যাটিন
৩১.প্রশ্ন: লেবু গাছ কোন জাতীয় উদ্ভিদ?
উত্তর: গুল্ম
৩২.প্রশ্ন: ব্যাকটেরিয়া জনিত রোগ–
উত্তর: বসন্ত
৩৩.প্রশ্ন: তোষাপাটের জীবন রহস্য উদঘাটন হয় কত সালে?
উত্তর: ২০১০
৩৪.প্রশ্ন: পীতজ্বর হয় কিসের জন্য?
উত্তর: ইবোলা ভাইরাস
৩৫.প্রশ্ন: হরমোন কিসের তৈরি ?
উত্তর: প্রোটিন
প্রশ্ন: কোষ্ঠকাঠিণ্য দূর করে কোনটি ?
উত্তর: কার্বোহাইড্রেট।
প্রশ্ন: কোলেস্টেরল কি জাতীয় পদার্থ?
উত্তর: স্নেহ।
#biology