আমার youtube এ ১টা ভিডিও কপিরাইট পড়ছে, এখন কী করা যায়?

ভিডিওতে কপিরাইট আসলে কি করবেন?

আমার youtube এ ১টা ভিডিও কপিরাইট পড়ছে, এখন কী করা যায়?

Download Our apps: https://drive.google.com/file/d/1jjagpqBUegd27fzLgnyD-_wsXfVJpNDG/view?usp=drivesdk

কপিরাইট ক্লেইম এবং কপিরাইট স্ট্রাইক- কোনটি এসেছে আপনার ভিডিওতে? ভিডিও নাকি অডিওয়ের কতটুকু অংশে ক্লেইম এসেছে বিস্তারিত জানাননি আপনি। যাহোক, যদি কপিরাইট ক্লেইম এসে থাকে তাহলে ভিডিওটি ডিলেট করে দিন। আপনি যদি চান Youtube Studio তে যেয়ে কপিরাইট ক্লেইম অংশটি Trim, Mute, Music Change ইত্যাদি করতে পারেন। তাহলে আপনার ক্লেইম উঠে যাবে। ভিডিও ডিলেট করতে হবে না।

আর যদি আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক এসে থাকে তাহলে ভিডিও ডিলেট করার দরকার নেই। তিনমাস পর এমনিতে স্ট্রাইক চলে যাবে।আপনার ঐ ভিডিও ইউটিউব আগেই সরিয়ে নিয়েছে। তবে মনে রাখবেন কোন চ্যানেলে তিনটি স্ট্রাইক এলে চ্যানেল ডিলিট হয়ে যায়।


অন্যের কন্টেন্ট নয়; সর্বদা নিজের কন্টেন্ট ব্যবহার করুন।

⇛বাই দ্যা ওয়ে, আপনি যদি কিভাবে কি করতে হয় সেটা না জেনে থাকেন তাহলে নিচে কমেন্ট করে জানাবেন আমরা সর্বাধিক চেষ্টা করব আপনাকে সাহায্য করার। ধন্যবাদ 🥰

#YouTube 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url