ব্রাজিলের ১০ নম্বর জার্সিটা যাকে দিতে চান নেইমার || Neymer

 স্পোর্টস ডেস্ক:- কাতারে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপই হয়ে যেতে পারে শেষ বিশ্বকাপ, এমন ঘোষণা গেল বছর দিয়েছিলেন ব্রাজিল তারকা নেইমার। তারপর থেকেই আলোচনা উঠে এসেছে নেইমারের অবসর প্রসঙ্গ। তবে মনে হচ্ছে সত্যি অবসরের কথা ভাবছেন পিএসজি ফরোয়ার্ড তারকা।


নেইমার যে অবসরটা গুরুত্ব দিয়েই দেখছেন তার আঁচ পাওয়া গেল তার সতীর্থ রদ্রিগো গোয়েজের কথায়। ব্রাজিলের ১০ নম্বর জার্সিটা তাকে দিতে চান নেইমার। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড জানালেন, অবসরের পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিটা তাকে দেওয়ার কথা বলেছেন নেইমার!


ফুটবলে ১০ নম্বর জার্সির কদরটা দলের অন্য সব জার্সির চেয়ে একটু বেশি। ব্রাজিলের ক্ষেত্রে জার্সির গুরুত্বটা বাড়ে আরও। এই জার্সি পরে পেলে খেলেছেন , এরপর জিকো, রিভালদো, রোনালদিনিওরাও খেলেছেন। এমন জার্সি নিয়ে বাড়তি আগ্রহ না থেকেই পারে না।


https://myoxygen1.blogspot.com/2022/06/ssc-equivalent-examinations-postponed.html

 


সেই জার্সিটাই নেইমার এখন পড়ছেন, অবসরের পর কার গায়ে চড়বে সেটা, সেটাও ঠিক করে ফেলেছেন তিনি। রদ্রিগো সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘নেইমার আমাকে বলেছেন, আমি জাতীয় দল ছেড়ে চলেই যাচ্ছি, আর ১০ নম্বর জার্সিটা তোমার হবে।’ 


রদ্রিগো এই পর্যন্ত ব্রাজিলের জার্সি গায়ে চড়িয়েছেন মাত্র ৫ বার। ২১ বছর বয়সী এই তারকা ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে যেমন পারফর্ম করেছেন, তাতে ধারণা করা হচ্ছে বিশ্বকাপ স্কোয়াডেও জায়গা করে নেবেন তিনি।


নেইমারের কাছ থেকে শুনেছেন ১০ নম্বর জার্সি পাওয়ার কথা, তখন কেমন লেগেছিল তার? তিনি বলেন, ‘আমি বুঝতে পারছিলাম না তাকে আমার কী বলা উচিত। আমি লজ্জা পেয়ে গিয়েছিলাম, বোকার মতো হেসেছিলাম কিছুক্ষণ, ভাষা হারিয়ে ফেলেছিলাম।’

                     ___________________

______________________________________________


নেইমারের মতো সান্তোসে খেলোয়াড়ি জীবন শুরু রদ্রিগোরও। তিনি বলেছেন, ‘আমি নেইমারকে বলেছি, তার আরও বেশি দিন খেলা উচিত। সে এমনটা এখনই করুক, সেটা চাই না আমি। তারপর উত্তরে সে কেবল হেসেছে।’ 



&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url