রবীন্দ্রনাথ ঠাকুর লেখক পরিচিতি | অপরিচিতা

Download Our apps
নাম পরিচিতি
প্রকৃত নাম রবীন্দ্রনাথ ঠাকুর
ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর
জন্ম তারিখ ৭ মে, ১৮৬১ খ্রিষ্টাব্দ (২৫ বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দ)
জন্মস্থান জোড়াসাঁকো, কলকাতা, ভারত
পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
মাতার নাম সারদা দেবী
পিতামহের নাম প্রিন্স দ্বারকানাথ ঠাকুর
শিক্ষা জীবন রবীন্দ্রনাথ বাল্যকালে ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমী, সেন্ট জেভিয়ার্স স্কুল প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করলেও স্কুলের পাঠ শেষ করতে পারেননি। ১৭ বছর বয়সে ব্যারিস্টারি পড়তে ইংল্যান্ড গেলেও কোর্স সম্পন্ন করা সম্ভব হয়নি।তবে গৃহশিক্ষকের কাছ থেকে জ্ঞানর্জানে তাঁর কোনো ত্রুটি হয়নি।
পেশা/ কর্মজীবন ১৮৮৪ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ তাঁর পিতার আদেশে বিষয়কর্ম পরিদর্শনে নিযুক্ত হন এবং ১৮৯০ খ্রিস্টাব্দ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে জমিদারি দেখাশোনা করেন। এই সূত্রে তিনি কুষ্টিয়ার শিলাইদহ ও সিরাজগঞ্জের শাহাদাতপুরে দীর্ঘ সময় অবস্থান করেন। তিনি ছিলেন অনন্য চিত্রশিল্পী, অনুসন্ধিৎসু বিশ্বপরিব্রাজক, দক্ষ সম্পাদক এবং অসামান্য শিক্ষ-সংগঠক ও চিন্তক। নিজে প্রাতিষ্ঠানিক শিক্ষাগ্রহণে নিরুৎসাহিত হলেও ‘বিশ্বভারতী’ নামে বিশ্ববিদ্যালয় তিনি সাপ্নিক ও প্রতিষ্ঠাতা।
তাঁর কাব্যগ্রন্থ মানসী, সোনার তরী, চীত্রা, চৈতালি, ক্ষণিকা, নৈবেদ্য, গীতাঞ্জলি, বলাকা, পূরবী, পুনশ্চ, বিচিত্রা, সেঁজুতি, জন্মদিনে, শেষ লেখা প্রভৃতি বিশেষ ভাবে উল্লেখযোগ্য।
উপন্যাস চোখের বালি, গোরা, ঘরে-বাইরে, চতুরঙ্গ, নৌকাডুবি, যোগাযোগ, রাজর্ষি, শেষের কবিতা প্রভৃতি।
নাটক অচলায়তন, চিরকুমার সভা, ডাকঘর, মুকুট, মুক্তির উপায়, মুক্তধারা, রক্তকরবী, রাজা প্রভৃতি।
গল্পগ্রন্থ গল্পগুচ্ছ, গল্পসল্প, তিনসঙ্গী, লিপিকা, সে, কৈশোরক প্রভৃতি।
প্রবন্ধগ্রন্থ বিচিত্র প্রবন্ধ, শিক্ষা, কালান্তর, সভ্যতার সংকট ইত্যাদি।
ভ্রমণকাহিনি জাপানযাত্রী, পথের সঞ্চয়, পারস্য, রাশিয়ার চিঠি, য়ুরোপ যাত্রীর ডায়েরী, য়ুরোপ প্রবাসীর পত্র প্রভৃতি।
পুরষ্কার ও সম্মাননা 'গীতাঞ্জলি' এবং অন্যান্য কাব্যের কবিতার সমন্বয়ে স্বঅনূদিত Song Offerings গ্রন্থের জন্য প্রথম এশীয় হিসেবে, নোবেল পুরস্কার (১৯১৩), কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি-লিট(১৯১৩), ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি-লিট (১৯৩৬), অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি-লিট(১৯৪০) লাভ করেন।
জীবনাবসান ৭ আগস্ট, ১৯৪১ খ্রিষ্টাব্দ (২২ শ্রাবন, ১৩৪৮ বঙ্গাব্দ), জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে।

রবীন্দ্রনাথ ঠাকুর লেখক পরিচিতি | অপরিচিতা

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url